ফোনে অতিরিক্ত কথা বলে খরচ বাড়াবেন না
স্বল্প আয়ের লোকজনের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের
প্রবণতা বেশী বলে আমার মনে হয়েছে। আমার ড্রাইভারের বেতন মাত্র পনেরো হাজার টাকা। ওভার টাইম
ও খাওয়া দাওয়া মিলে আরও তিন হাজার হবে। সর্বমোট আঠারো হাজার টাকা। সে দেখি সারাক্ষণ মোবাইল
ঘাটাঘাটি করে। হয়ত ইন্টারনেট ঘাঁটছে অথবা কথা বলছে। জানতে চাইলাম তার মাসিক খরচ কত
মোবাইলের পেছনে। জানলাম হাজার তিনেক টাকা হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। হিসাব করুন
তার মোট আয়ের কত শতাংশ সে মোবাইলের পেছনে খরচ করে। তার মোট আয়ের প্রায় সতের শতাংশ।
আমরা প্রায় সবাই মোবাইলে
কথা বলার সময় বা ইন্টারনেট ব্যবহারের সময় বড্ড বেহিসাবী হয়ে পড়ি। আমার দেখা অনেক ব্যক্তি আছেন যারা প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা মোবাইল বিল দিয়ে থাকেন।
মজার বিষয় হচ্ছে যারা
ফোনের পেছনে অনেক টাকা খরচ করেন তাদের মধ্যে খুব কম লোকই ভাবেন যে এটি প্রয়োজনের তুলনায় অনেক
বেশী। সবাই ভাবেন তারা তাদের পারিবারিক ও সামাজিক যোগাযোগ রক্ষা ও সম্পর্ক মজবুত করার
জন্য ফোনে কথা বলছেন। কিন্তু বাস্তব বিষয়টি হচ্ছে অধিকাংশ মানুষই প্রয়োজনের
তুলনায় অনেক বেশী কথা বলছেন। ইউরোপ আমেরিকার মানুষেরা কথা বলার চেয়ে টেক্সট বেশী করে।
কারন টেক্সট করলে খরচ কম আবার শরিরের জন্যও ভাল। তাছাড়া একটা বিষয় লক্ষণীয় যে ফোনে
ঘণ্টার পর ঘন্টা কথা যারা বলছেন আপনজন,
বন্ধু বান্ধবের সাথে তারাই আবার যখন পাশাপাশী থাকছেন তখন নিজেদের মধ্যে খুবই অল্প কথা বলছেন। এমনকি একসাথে বসে যখন টিভি দেখছেন বা খাবার খাচ্ছেন তখনও হু হা ছাড়া অন্য তেমন কোন কথা বলছেন না।
আমার পরামর্শ এই নয় যে মোবাইলে কথা বলা যাবে না বা উচিত নয়, আমি শুধু বলতে চাই দীর্ঘ সময় ধরে কথা না বলে আপনি চাইলেই এক দুই বা পাঁচ দশ মিনিটে আপনার প্রয়োজনীয় কথা আপনি
শেষ করতে পারেন। কারণ মোবাইলে বেশী কথা বললে বেশী ভালোবাসা বা সম্মান প্রকাশ করা হয় এমনটি মনে করার বিশেষ কোন কারন নেই। আপনার আয়ের একটা বড় অংশ যদি কথা বলতেই শেষ হয়ে যায় তবে অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনবেন কিভাবে? দিনে দিনে তো আপনার ঋণের বোঝা বেড়ে যাবে। তাছাড়া আপনি তো সঞ্চয় করতে পারবেন না। সঞ্চয় না করলে আপনি বিনিয়োগ করবেন কথা থেকে? আপনার টাকা আপনার জন্য আয় করবে কিভাবে? আপনার অ্যাসেট বাড়বে কিভাবে? এসব ভেবে কাজ করুন। আপনার মোবাইলের খরচ নিয়ন্ত্রন করুন। রেডিয়েশনের হাত থেকে বাঁচুন, অপচয়ের হাত থেকে নিজেকে বাঁচান।
Click Here For visit our official website.
Click Here For visit our official website.
খরচ কমানোর একটা বিষয় মোবাইলে কম কথা বলা
Reviewed by FinPowers.Com
on
August 07, 2017
Rating:
Reviewed by FinPowers.Com
on
August 07, 2017
Rating:


No comments: