ঋণের বৃত্তে বন্দী



 সাইফুল হোসেন, 

 পারসোনাল ফাইনাঞ্চ এক্সপার্ট।

 

ঋণের বৃত্তে বন্দী


এক অল্প বয়স্ক দম্পতির সাথে সাক্ষাৎ হল সম্প্রতি এক রেস্তরাতে। ছেলেটির বয়স ত্রিশ আর মেয়েটির বয়স হবে আঠাশ। একটি ছেলে তাদের, বয়স সাড়ে তিন।মেয়েটি আমার পূর্বপরিচিত আর ছেলেটির সাথে আজই প্রথম পরিচয়। কথায় কথায় অনেক সময় পার হল। আমি পারসোনাল ফাইনাঞ্চ নিয়ে কাজ করছি- বিষয়টা তাদেরকে খানিকটা রোমাঞ্চিত করলো। আলোচনায় জানতে পারলাম এক বেলায় তারা রেস্তরাঁতে খরচ করেছে সাড়ে চার হাজার টাকা।ছেলেটার আছে আট টা ক্রেডিট কার্ড। মেয়েটি তার স্বামীর খরুচে স্বভাব সম্পর্কে আমাকে যা বলল তাতে অবাক না হয়ে পারা যায়না। ছেলেটি তার আয়ের এক পয়সাও রাখতে পারে না। জিনিস পত্র কেনার প্রতি তার দারুন আগ্রহ। কিছু কিনতে গেলে একাধিক জিনিসপত্র কেনা তার স্বভাব। বাসায় এমন অনেক জিনিস আছে যা কেনা হয়েছে কয়েক বছর আগে কিন্তু একবারও ব্যবহার করা হয়ে ওঠেনি। সে কোন শপিং সেন্টারে হয়ত একটা জিনিস কেনার জন্য যায় কিন্তু কিছু ভাল লাগলে সেটা কেনা থেকে নিজেকে বিরত রাখতে পারেনা । কথাগুলো শুনে ওয়ারেন বাফেটের একটা কথা মনে পড়ল। তিনি বলেছেন ‘আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি কেনেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে’। ছেলেটির বেতন ভাল তবু তার ক্রেডিট কার্ড কেন দরকার জানতে চাইলাম। তার অনেক কথাকে সংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল ওটা একটা সামাজিক অবস্থানকে নিশ্চিত করে। ক্রেডিট কার্ড আসলে সামাজিক অবস্থান কে নির্দেশ করে নাকি সামাজিক দৈন্যতা কে ফুটিয়ে তোলে- এই বিষয়টি সম্পর্কে একটা পরিস্কার ধারনা থাকতে হবে।ঋণ কখনো সম্মানের মাপকাঠি হতে পারে কিনা- একটু ভেবে দেখতে হবে । ক্রেডিট কার্ড সংস্কৃতি একটা জাতিকে আজন্ম ঋণে আবদ্ধ রাখার এক দারুন হাতিয়ার। পশ্চিমা বিশ্ব এই ঋণে এখন আকণ্ঠ নিমজ্জিত, তারা তাদের অগ্রিম কয়েক বছরের আয় খেয়ে ফেলেছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, এখন আমাদের মত দুর্বল অর্থনীতির অগ্রসরমান মানুষেরা নেমেছি আমাদের ভবিষ্যৎ আয় আগেই খেয়ে ফেলার প্রতিযোগিতায়।
 
প্লাস্টিক মানি ব্যাবহারের ব্যাপারে আমাদের খুব সতর্ক হতে হবে।চিনি যেমন আমাদের আয়ু কমিয়ে দেয়, প্লাস্টিক মানি - তাই সে ক্রেডিট বা ডেবিট যে কার্ড যাই হোকনা কেন- তেমন আমাদের আর্থিক আয়ু কমিয়ে দেয়, আমাদের আর্থিক ঘরটিকে ওলটপালট করে দেয়।

যোগাযোগঃ letusthinkbig@gmail.com

Click Here for visit our official website.


ঋণের বৃত্তে বন্দী ঋণের বৃত্তে বন্দী Reviewed by FinPowers.Com on July 10, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.