মাহফুজুর রহমানের গান প্রসঙ্গ এবং অন্যান্য


মাহফুজুর রহমানের গান প্রসঙ্গ এবং অন্যান্য
সাইফুল হোসেন   




সম্প্রতি এটিএন বাংলায় মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান প্রচার করা হয়েছে। প্রচারিত হবার পূর্ব থেকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এই বিশেষ বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বোধকরি বিষয়টি নিয়ে সবাই এতটাই উচ্চকিত যে কোন জাতীয় ইস্যু নিয়েও মানুষ সাম্প্রতিক কালে এতটা উচ্চবাচ্য করেন নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রখ্যাত সাংবাদিক, নামকরা ব্যাংকার, লেখক, মিডিয়ার সাথে সংশ্লিষ্ট লোকজন সহ সমাজের সব স্তরের মানুষ বিষয়টি খুব গুরুত্তের সাথে নিয়েছেন বলে মনে হয়েছে। অনেকে বাইরের কাজ বাদ দিয়ে টিভির সামনে বসেছেন মাহফুজুর রহমানের গান শোনার জন্য।  তাদের কেউ জোর করে টিভির সামনে বসায় নি, তাঁরা নিজের ইচ্ছায় অন্য সব কাজ কর্ম বন্ধ রেখে বসেছেন।  
বিদেশ থেকে সঙ্গিত শিল্পিরা বাংলাদেশে এসেছেন গান করতে কিন্তু এত আগ্রহ নিয়ে মানুষ টিভির সামনে বসেননি। এখন তাঁরা তবে কেন বসলেন এবং বসার পর গান শুনে যার মুখে যা এসেছে তাই বলেছেন, এখনও বলছেন। কেন কি তার কারন? তাঁরা কি মাহফুজুর রহমানের কাছে মান্নাদের বা সুবীর নন্দীর মত গান আশা করেছিলেন? অবশ্যই নয়। তাঁরা জানেন মাহফুজুর রহমান কোন বিশেষ সঙ্গিত শিল্পী নন, তিনি একজন ব্যবসায়ী, দুটি জনপ্রিয় টিভি চ্যানেলের মালিক, তিনি ইভা রহমান নামক সুন্দরী মহিলার স্বামী।
শ্রোতারা জানতেন মাহফুজ কেমন গান করবেন, তারপরও তার গান শুনে এমন অশ্রাব্য ভাষা ব্যাবহার করে গালমন্দ কেন করা হল বা হচ্ছে তা আমার মত স্বল্প মেধার মানুষের মগজে ঢুকছে না। তাই এই লেখা। লেখাটি কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং এটা আমার নিজের একটা চিন্তার প্রতিফলন এবং অন্যদের ভাববার অনুষঙ্গ বের করে দেয়ার জন্য লেখা।
একটা জিনিস সবার কাছে পরিষ্কার হয়েছে যে মাহফুজুর রহমান ভাল কোন সঙ্গিত শিল্পী নন। কিন্তু উনি কি এমন অপরাধ করলেন গান গেয়ে যে উনার মত একজন সফল ব্যবসায়িকে এমনভাবে অশ্রাব্য ভাষায় কটূক্তি করতে হবে? আমাদের সামনে কি আর অন্য কোন ইস্যু নেই ? কই আমরা তো তনু হত্যার ইস্যুতে এতটা শাণিত এবং মুখর হইনি, কই আমরা তো রোহিঙ্গা ইস্যুতে এতটা তৎপর হইনি, কই আমরা তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এতটা সমালোচনা মুখর হইনি, কই আমরা সাম্প্রতিক কালে ঘটে যাওয়া অসংখ্য খুন ধর্ষণ নিয়ে এতটা উত্তেজিত ও আলোড়িত হইনি? আমরা কেন একজন মানুষের আনন্দ ও সখের বসে গাওয়া গান নিয়ে – হোক তা বেসুরো, হোক তা বেতালা- এতটা বিরক্ত হলাম?
আপনার খারাপ লাগলে টিভির সামনে থেকে উঠে যেতেন, বা অন্য চ্যানেল দেখতেন? আপনি কেন কষ্ট করে তাকে দেখলেন আবার গালি ও দিচ্ছেন?
প্রশ্ন হচ্ছে মানুষিক দৈন্যতা কার? মাহফুজুর রহমানের নাকি যারা এখন নানা কটূক্তি আর বিষ বাক্যবাণে তাঁকে বিদ্ধ করছেন তাদের? এটা ভাবার একটা বিষয় বৈকি।
আমরা দেখি হরতাল অবরোধে মানুষের সব রাগ যেয়ে পড়ে গাড়ীর উপর। কিছু হলেই ভাঙ গাড়ী। কখনো কি দেখেছেন যার একটা গাড়ী আছে সে কারো গাড়ী ভেঙ্গেছেন? না কেউ দেখেননি।
এই ক্ষেত্রেও কি তেমন? মাহফুজুর রহমান কি ভাঙ গাড়ী ওয়ালা দের কটূক্তির শিকার? আমার মাথায় ধরেনা। তা না হলে কেন এত স্বল্প গুরুত্বপূর্ণ একটা বিষয় কে পারলে লোকজন জাতীয় ইস্যুর চেয়ে বেশী গুরুত্ব দেন?
আমাদের জীবনে,দেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাদের সবার মনোযোগ দাবী করে। সবাইকে অনুরোধ করি বিনীত ভাবে দয়া করে সেসব দিকে মনোযোগ দিন যেসব বিষয় তা দাবী করে। চলুন তিল কে তাল না করে তালকে তিল করি। ###

Click Here For visit our official website.


মাহফুজুর রহমানের গান প্রসঙ্গ এবং অন্যান্য মাহফুজুর রহমানের গান প্রসঙ্গ এবং অন্যান্য Reviewed by FinPowers.Com on September 06, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.